মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের ঈদগাঁহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার তরুন ঠিকাদার গিয়াস উদ্দিন (৫০) আর নেই। রোববার ১৯ মার্চ সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাহারছরার ভাড়া বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট ঠিকাদার এম. মোকতার আহমদ এ তথ্য জানিয়েছেন।
তরুন ঠিকাদার ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন রোববার সকালে স্ট্রোক করলে তাকে বাহারছরার বাসা থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে দায়িত্বপালন রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঠিকাদার গিয়াস উদ্দিন রোববার সকালে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়েছেন এবং বাসার দৈনন্দিন কাঁচাবাজার করেছেন বলে জানান এম. মোকতার আহমদ। এর পর পরই বাসায় গিয়ে বমি করে ঠিকাদার গিয়াস উদ্দিন না ফেরার দেশে চলে যান।
মৃত্যুকালে ঠিকাদার গিয়াস উদ্দিন স্ত্রী, তিন পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। ঠিকাদার গিয়াস উদ্দিনের মৃত্যুর খবরে ঈদগাঁহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা :
রোববার ১৯ মার্চ এশারের নামাজের পর ঈদগাঁহতে ঠিকাদার গিয়াস উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে এম. মোকতার আহমদ জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।