প্রেস বিজ্ঞপ্তি:

বদরখালী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ,কে,এম ইকবাল বদরীর (২১ মার্চ) ৪র্থ মৃত্যু বার্ষিকী। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন মরহুম ইকবাল বদরীর অনুজ কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
#২১/০৩/২০২৩ মঙ্গলবার বাদে ফজর; কুতুবনগর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
#সকাল ৬ ঘটিকা- কবর জিয়ারত।
#সকাল ১০ ঘটিকা-বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন।
#দুপর ১২ ঘটিকা-এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ।
#বেলা ২.৩০ ঘটিকা হতে বদরখালী সাহিত্য-সংস্কৃতি সংসদ ও ‘বন্ধন’বদরখালীর উদ্যোগে এ কে এম ইকবাল বদরীর কীর্তি ও কর্মের জীবনালেখ্য শীর্ষক সংলাপ.
উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে থাকছেন:  #উপকূল টিভি # আমাদের মাতামহুরী #nunnabi zamsed #Abid24tv #বিকে টিভি #নবারুণ নিউজ টিভি #বদরখালী বার্তা ২৪ #saiful mostafa page.
স্থান-উপকূল টিভি কার্যালয়।
#বাদে আসর বদরখালীর সকল জামে মসজিদে মিশেষ মোনাজাত।
উক্ত কর্মসূচি সমুহে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।