মোঃ খাইরুল এনাম
স্বাধীনতা মানে রক্ত গঙ্গায় ভেসে উঠা
সবুজের বুকে রক্তিম লাল সূর্য,
ঘোর অমানিশায় কঠিন যুদ্ধের অবসান
জাতির তরুণ যুবার মহা তুর্য।
স্বাধীনতা মানে পরাস্ত এক অপশক্তি
ঘৃণাস্পদ নত শিরের মুচলেকা,
পূর্বাকাশে বহমান শীতল শান্ত সমীরণ
নব দিগন্তের স্বপ্নিল মুক্ত পাখা।
স্বাধীনতা মানে খেকো হায়েনার থাবা
আঁচড়ে ছেঁড়া ক্ষতের রক্ত বন্যা,
মায়ের ইজ্জত বাঁচানো ছেলের আকুতি
আত্ম চিৎকারের বুকফাটা কান্না।
স্বাধীনতা মানে শান্ত খোকার কাঁধে
রাইফেল বেনটের বীরত্ব হাওয়া,
অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো
জয় বাংলা শ্লোগান গাওয়া।
স্বাধীনতা মানে দামাল কৃষাণের মাথায়
গামছা মুড়ানো লাল রক্ত চক্ষু বর্ণা,
লাখো শহীদের ক্ষতবিক্ষত মৃত্যু মিছিল
ফিনকী পড়া রক্ত স্রোত ঝর্ণা।
স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা
মায়ের আঁচলে লুকিয়ে উঁকি খেলা,
খোলা আকাশের নীচে মুক্ত বিহঙ্গ বেশে
নেচে গাহি, সকাল সন্ধ্যা যায় বেলা।
কবি : পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি