আব্দুস সালাম, টেকনাফ, (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের একটি বাড়ি থেকে উদ্ধার করা মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী (৩০) নামের যুবকের পেটের ভেতর থেকে ইয়াবার ৮টি পোটলা বের করা হয়েছে। এর মধ্যে অনেক ইয়াবা পেটের মধ্যে গলে গিয়েছিল।

মৃতদেহের ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক আশেকুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।

আশেকুর রহমান খান জানান, টেকনাফ মডেল থানা-পুলিশের পাঠানো মৃতদেহটি মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত করা হয়। এতে ওই যুবকের পেটের ভেতরে কনডমে মোড়ানো ইয়াবার ৮টি পোটলা পাওয়া গেছে। পোটলাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অনেক ইয়াবা গলে গিয়েছিল। এ ছাড়া একটি পোটলা পেটের ভেতরে ফেটে যাওয়ায় বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে। যুবকের অন্ত্রের একটি নালিও ফেটে গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদনের বিস্তারিত উল্লেখ করা হবে। মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গত সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানার প্রকাশ ইদ্রিস পাটোয়ারীর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। যে বাড়ি থেকে মতদেহটি উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক শান্তি দেবী।

তিনি জানান, প্রায় আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ৭নং ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিক্সা চালক মো. আজিজকে তিনি এ ঘরটি ভাড়া দেন। মারা যাওয়া ওই যুবক মাঝেমধ্যে সেখানে আসা-যাওয়া করতেন। ঘটনার পর থেকে ভাড়াটে আজিজ পলাতক রয়েছে ।

সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিদ্দিক আহমদ জানান, ওই বাড়ির মালিক শান্তি দেবীর ছেলে সুমন ফোন করে যুবকের মৃত্যুর বিষয়টি জানান। তাৎক্ষণিক তিনি থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আজ সকালে মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। যে ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিকের ছেলে সুমনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।