মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
তিন লক্ষ ৭৫ হাজার ইয়াবা পাচার মামলায় ৫ আাসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার ১০ এপ্রিল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হচ্ছে-সৈয়দ আলমের স্ত্রী মোছা: ছমিরা খাতুন, আবুল হোসেনের পুত্র ছৈয়দ আলম, আবুল হোসেন ও হাসনা বানুর পুত্র আবুল কালাম, আবুল কালামের পুত্র শেখ আবদুল্লাহ এবং মো: নজরুল ইসলাম ও সোলতানা রাজিয়া’র পুত্র মোঃ জহুরুল ইসলাম ফারুক। রায় ঘোষণার সময় আসামী ছৈয়দ আলম ব্যতীত সকলে আদালতে উপস্থিত ছিলেন। আসামী সকলের বাড়ি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটায়।
রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামী পক্ষে অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক ও অ্যাডভোকেট মোহাম্মদ ছৈয়দ আলম মানলাটি পরিচালনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।