এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আলমগীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।