টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি নুরুল হুদা (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১২ এপ্রিল) রাতে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আইস ও ইয়াবা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মো. রুস্তম আলীর ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হুদা (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী যুবদল নেতা নুরুল হুদা এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৯/২০২, তারিখ-০৩/০৩/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(খ) এর ১৯(১) মূলে টেকনাফ মডেল থানায় গ্রেফতারী পরোয়ানা মুলতুবি রয়েছে।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।