মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমদ আর নেই। শনিবার ১৫ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমদ কুতুবদিয়ার বড়ঘোপের আমজাখালী নিবাসী মরহুম আহমদ হোছাইন এর পুত্র। তিনি কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়মিত আইন পেশায় রত ছিলেন। অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমদ ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করে দীর্ঘ প্রায় ৪০ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন।