প্রেস বিজ্ঞপ্তি :
পবিত্র রমজান উপলক্ষ্যে উখিয়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দোয় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল (শনিবার) উখিয়ার অভিজাত রেস্টুরেন্ট শান্তুষ কিচেনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন বাংলাদেশ বেতার কক্সবাজারের ইসলামী আলোচক মাওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর শাহরিয়ার, অর্থ সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ রাহাত, কার্যকরি সদস্য রফিক মাহমুদ, কালাম আজাদ, সদস্য সবুজ বড়ুয়া, ইমরান আল মাহমুদ, রিদুয়ান সোহাগ, আলাউদ্দিন সিকদার প্রমুখ।

আলোচনা শেষে মাওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী উখিয়া অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করেন।