ইমাম খাইর, সিবিএন:
টেকনাফের বাহারছড়ায় আকস্মিক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছে একজন।
বজ্রপাতে নিহতরা হলেন, বাহারছরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইন্নাপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ধলু ও ৭ নং ওয়ার্ডের হাজমপাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ।
বুধবার (২৪ মে) দপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ইউনিয়ন পরিষদের পশ্চিমে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন গরু-ছাগলের খামারে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন হেলাল উদ্দিন ধলু। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
একই দিন পানবরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লাহর মৃত্যু হয়েছে। নিহতদের লাশ তাদের বাড়িতে রয়েছে।
তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অপরদিকে বাহারছরার ৮ নং ওয়ার্ডের কচ্ছপিয়ায় নৌকা ডুবিতে একজন নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসীর সুত্রে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায় নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।