মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী’কে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে মর্মে ফেসবুকে প্রচারিত বিএনপি’র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক নয়।
বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ৩০ মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত প্রেস বিজ্ঞপ্তিটি দেখা যায়।
সুত্র মতে, প্রেস বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সুত্র অনুরোধ জানিয়েছেন।
এরকম বহিস্কারের কোন বিষয় কক্সবাজার জেলা বিএনপিকে অবগত করেনি বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সিবিএনকে নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।