মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ প্রাপ্ত বিচারকদের মধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম কক্সবাজার পৌরসভার ওয়ার্ড নম্বর ১,২,৩ ও ৪, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ ওয়ার্ড নম্বর ৫,৬,৭ ও ৮ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ ওয়ার্ড নম্বর ১০,১১,১২ এ বিচারিক দায়িত্ব পালন করেবন। ভোট গ্রহণের আগে ও পরে ২ দিন করে অর্থাৎ আগামী ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট ৫ দিন বিজ্ঞ বিচারকগণ মাঠে দায়িত্ব পালন করবেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত বিচার শাখার আদেশটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।