অনলাইন ডেস্ক:
আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে গণ সংযোগ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।
শুক্রবার (০২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী নিয়ে ২নং ওয়ার্ডে এই গণসংযোগ করেন।
এসময় মারুফ আদনান বলেন, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আমরা শেখ হাসিনার মনোনীত মেয়র পদপ্রার্থীর জন্য ভোট চেয়েছি। যেহেতু আমরা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করি তাই ছাত্রলীগের প্রচারণার মূল লক্ষ্য ছিলো পৌর নির্বাচনে ছাত্র সমাজ সহ সকলের প্রতীক নৌকার প্রতি সুন্দর মনোভাব সৃষ্টি করা।
গণসংযোগে বিভিন্ন পথচারী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন মারুফ আদনান।
গণসংযোগে ছাত্রলীগ নেতা মারুফ আদনান আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে, শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে আগামী ১২ তারিখ বিজয়ী করার অনুরোধ জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।