নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু কলঘরবাজার হযরত হাফছা (রাঃ) মহিলা কওমি মাদরাসার ৫ তলা বিশিষ্ট ভবনের থ্রি-ডি ফলক উন্মোচন হয়েছে।
সোমবার (৫ জুন) সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোয়ারিয়ানালা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহেশখালী গোরকঘাটা মাদরাসার শায়খুল হাদিস হাফেজ মাওলানা আব্দুল গফুর, জোয়ারিয়ানালা মাদরাসার সহকারী পরিচালক ও মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, চাকমারকুল মাদরাসার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, মাজহারুল উলুম মাদরাসা পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানি, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম।
এ সময় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছিদ্দিক আহমদ, মাস্টার সেলিম উল্লাহ, মাহমুদুল হক কোম্পানি, ইউচুপ মেম্বার, জাফর আমিন, হাফেজ মাওঃএকরামুল হক, মাওলানা হুমায়ূন কবির, ফরিদুল আলম কোম্পানি, রেজাউল করিম কোম্পানি, ছালেহ উদ্দীন কোম্পানি, কবির আহমদ, মোহাম্মদ হোসেন, মাওলানা হামিদুল হক, আব্দুস শুক্কুর, বেলাল উদ্দিন শাহিন মেম্বার, আব্দুর রহিম, হাফেজ মাওলানা নুরুল আমিন, মুজিবুর রহমান, ছানা উল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মো. তৈয়ব, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা হাঃ আজিজুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোমিন, হাফেজ নাছির উদ্দিন, মোঃ হাসান, মোঃ সাইফুল্লাহ, মাসুদুর রহমান সুজন, নাছির উদ্দিন, নজির আহমদ, হাফেজ মাওলানা কামাল হোসাইন, সমাজসেবক জহুর আলম, রুহুল আমিন, হাফেজ মাওলানা তাহেরসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুয়েতভিত্তিক উন্নয়ন সংস্থা আ.ই. চ্যারিটি সোসাইটির অর্থায়নে নির্মিতব্য ৫ তলা ভবনটির কাজ শুরু হবে ১৫ জুলাই। শেষ করতে অনুমান সময় লাগবে ২০২৫ সালের ১ জুন। ১২০ ফুট দৈর্ঘ্য, ২৫ ফুট প্রস্থ ভবনের প্রতি ফ্লোর ৩০০০ স্কয়ার ফুট। যেখানে থাকবে শ্রেণিকক্ষের সবধরণের সুযোগ সুবিধা। ক্যাম্পাস আঙ্গিনায় বসানো হবে গভীর নলকূপ। আবদুল্লাহ আল মামুন পরিচালিত নির্মানাধীন ভবনটির সার্বিক তত্বাবধানে রয়েছে ঢাকা ই.ই লিমিটেড।
৫ তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন নির্মাণের জন্য সাড়ে ৭শতক জমি দান করেছেন হাফেজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
এতে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন, পরামর্শ দিচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ঘরেঘরে দ্বীনিশিক্ষা পৌঁছিয়ে দিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।