নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান সরওয়ার টিপুর ৩ সমর্থককে আটক করা হয়েছে। পরে তাদেরকে মুচলেখায় ছেড়ে দেওয়া হয়।
রবিবার (১১ জুন) সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী এই দন্ড প্রদান করেছেন।
একই সময় তিনি মোঃ সায়েম নামক আরেকজন মোটর সাইকেল চালককে ৫,০০০ টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, নির্বাচনের আচরণবিধি অমান্য করায় কাউন্সিলর প্রার্থী ওসমান সরওয়ার টিপুর ৩ সমর্থককে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে মুচলেখায় ছাড়া হয়েছে। একই সঙ্গে আরেকজন মোটরসাইকেল চালককে নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসন মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।