এম আবু হেনা সাগর,ঈদগাঁও :

রক্ত দিন,জীবন বাচাঁন শ্লোগানকে সামনে রেখেই ঈদগাঁওর অন্যতম শিক্ষাঙ্গন রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

তরুন প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধকরনের লক্ষে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়,ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছেন মানবিক সংগঠন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

১৭ নভেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সচেতনতা মুলক ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও মড়েল হাসপা তাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থা পনা পরিচালক,মানবিক ডা: মো: ইউসুফ আলী।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের আজীবন সদস্য ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর, প্রতিষ্ঠাতা
এডমিন ইমরান তাওহীদ রানা, বিদ্যালয় প্রধান শিক্ষক রমিজ উদ্দিন।
শিক্ষক আবু বক্করের পরিচালনায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান সিকদার, ডা: মরিয়ম আক্তারসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অসংখ্য ছাত্র-ছাত্রীরা।

সচেতনতামুলক সভা শেষে সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানার নেতৃত্বে এক সেচ্ছাসেবী গ্রুপ বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। অনেকেই তাদের রক্তের গ্রুপ জেনে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। সংগঠনে পক্ষ হয়ে ডা: মরিয়ম আক্তার এলাকার অসহায় রোগীদেরকে ফ্রিতে চিকিৎসা সেবাও প্রদান করেন।

প্রধান অতিথি ডা: মো: ইউসুফ আলী রক্ত গ্রুপ, থ্যালাসেমিয়া ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিক্ষার্থীদের মাঝে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় ক্যাম্পিং ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী করেন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের একঝাঁক রক্তযোদ্বারা।