শেফাইল উদ্দিন/আজিজুর রহমান রাজু , ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ্ ফকির বাজারে হোমিও হলে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষার্থীসহ ২জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শনিবার (২৪ জুন) সকালে ১০টার দিকে উপজেলার ইসলামপুর-ইসলামাবাদ শাহ্ ফকির বাজারে আমেরিকা জার্মান হোমিও হলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাজারের শাহ্ ফকির মাজার গেটের পশ্চিম পাশে হোমিও ডাক্তার জাহানারা ইয়াসমিন ঝিনু তার মালিকানাধীন আমেরিকা জার্মান হোমিও হলে চেম্বার করে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে সেবা দিয়ে আসছে। সম্প্রতি একটি ভূমিগ্রাসী চক্রের লোলুপ দৃষ্টি পড়ে ঝিনুর মালিকানাধীন ভবনের উপর। এই চক্রটি উক্ত ভবন দখলে নিতে বিভিন্ন অপপায়তারা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন হঠাৎ ২০/৩০ জনের সংঘবদ্ধ চক্র চেম্বারে ঢুকে হামলার ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় চেম্বারে থাকা মূল্যবান ঔষধ পত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। হোমিও ডাক্তার ঝিনু ও তার কলেজ পড়ুয়া মেয়ে আফসানা শাহিন তামান্না হামলাকারীদের আঘাতে গুরুত্ব আহত হয়। বাজার ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পার্শ্ববর্তী ব্যবসায়ী ইব্রাহীম, রমজান, জসিম,মনসুরসহ অনেকের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দিনদুপুরে এই ঘটনায় আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই জুয়েলের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ভুক্তভোগীদের অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
আহত ডাক্তার জাহানারা ইয়াসমিন ও তার কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান,মালেক সিকদারের নেতৃত্বে আমার চেম্বারে হামলা ও ভাঙচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় আমাকে এবং মেয়েকে মারধর করে গুরুত্ব আহত করে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দিনদুপুরে হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান শাহ্ ফকির বাজার ব্যবসায়ীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।