সোয়েব সাঈদ, রামু:
রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ সদর, রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।
শনিবার, ২৪ জুন দুপুরে মাদ্রাসা পরিদর্শন শেষে মাদ্রাসার ছাত্র-শিক্ষক সমাবেশে এমপি কমল বলেন- আদর্শ জনগোষ্ঠী তৈরি ও সুস্থ সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। তবে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষায় সুদক্ষ করে গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতা কাজে লাগাতে পারলে দেশ ও জাতি আরও সমৃদ্ধ হবে।
এছাড়াও এমপি কমল রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষার মান, পরিবেশ ও সুব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার সকল উন্নয়ন কর্মকাণ্ডে অতীতের মতো পাশে থাকার আশা প্রদান করেন।
রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষানুরাগী আলহাজ¦ সিকদার শফিউল্লাহ মনসুর, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা স্বেচ্ছাস্বেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য বোরহান উদ্দিন রব্বানী ও এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার ইসলামি সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুহাদ্দিস মাওলানা আবদুল খালেক কওছর, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মাওলানা ক্বারী নুরুল আমিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়িগণ উপস্থিত ছিলেন।