মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন- কক্সবাজার জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মো: ফরিদুল আলম ফরিদ। রোববার ২৫ জুন শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মো: ফরিদুল আলম ফরিদ এর হাতে আনুষ্ঠানিকভাবে শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। ফরিদুল আলম ফরিদ জেলা পর্যায়ে ২০২২-২৩ অর্থ বছরে (১০-১৬ গ্রেড) এই শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা’র সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা এবং ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কি-নোট স্পিকার ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন সেকশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মুনমুন পালের সঞ্চালনায় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীতদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান বলেন, সেবাগ্রহীতার আত্মতুষ্টিই সেবাপ্রদানকারীর মূল লক্ষ্য হতে হবে। তিনি বলেন, পুরস্কারপ্রাপ্তি কর্মক্ষেত্র ও জীবনের একটি বড় অর্জন। এতে পুরস্কার প্রাপ্তদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি আরো দায়বদ্ধতা বেড়ে যায়। জেলা প্রশাসক আরো বলেন, অন্যদের কাছে যাতে অনুকরণীয় ও আদর্শ হওয়া যায়, সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে।

একইদিন একই অনুষ্ঠানে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ, অফিস সহায়ক মো: শহিদুল্লাহ এবং উপজেলা পর্যায়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাগর কান্তি দে এবং পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী মো: আজম’কে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সনদ প্রদান করেন। শুদ্ধাচার পুরস্কারের মধ্যে রয়েছে প্রত্যেকের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট।

দৃঢ় আত্মপ্রত্যয়ী, ১০-১৬ গ্রেডে শুদ্ধাচার পুরস্কার পাওয়া ফরিদুল আলম ফরিদ পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহতায়লার কাছে শোকরিয়া জ্ঞাপন করে কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান, শুদ্ধাচার পুরস্কার প্রদান সিলেকশন কমিটির সম্মানিত সদস্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটা একটা টিম ওয়ার্ক। সকলের আন্তরিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, কর্মের মূল্যায়ন হওয়ায় কর্মের প্রতি আগ্রহ বেড়েছে এবং নিজে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ হয়েছি। তিনি আরো বলেন, শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি তাঁর দায়িত্ব ও কর্মের পরিধিকে আরো বাড়িয়ে দিয়েছে।

রামু’র দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের চেইন্দা গ্রামের মরহুম হাজী জহুর আলম ও মমতাজ বেগমের সন্তান ফরিদুল আলম ফরিদ ২০০৫ সালের ২৩ জুন সরকারি চাকুরীতে যোগ দেন। সুদীর্ঘ দেড় যুগের চাকুরী জীবনে তিনি দাপ্তরিক কর্মকান্ডের বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি ২০২২ সালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের প্রণোদনামূলক পুরস্কারও অর্জন করেন।

কর্মপাগল ফরিদুল আলম ফরিদ অতীতের ন্যায় ভবিষ্যতেও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। ফরিদুল আলম ফরিদ জীবনসঙ্গিনী হিসাবে বেচে নিয়েছেন-লাইলাতুল বারিয়া উম্মে শেফা’কে। ফরিদ ও উম্মে শেফা দম্পতি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ও জননী।

সততা ও নৈতিকতা এবং কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার পাওয়া
ফরিদুল আলম ফরিদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক, সামাজিক সংগঠন দক্ষিণ মিটাছড়ি নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক, বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া সহ কল্যানমূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

অভিনন্দন :
বিভিন্ন গ্রেডে শুদ্ধাচার পুরস্কার পাওয়া জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় সহকারী মো: ফরিদুল আলম ফরিদ, অফিস সহায়ক মো: শহিদুল্লাহ, উপজেলা পর্যায়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাগর কান্তি দে এবং পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী মো: আজমকে অভিনন্দন জানিয়েছেন জেলা কালেক্টরেট সহকারী-সমিতির সভাপতি নাজির স্বপন পাল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সমিতির নেতৃবৃন্দ শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত সকলের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।