রামু প্রতিনিধি:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে ঘোষিত ফলাফল প্রত্যাখান করে ৮ ও ৯ নং ওয়ার্ড কেন্দ্রে পুনরায় ভোট গননার দাবী জানিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওসমান সরওয়ার মামুন।
এব্যাপারে তিনি গত ১১ নভেম্বর রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রেরন করেছেন।
অভিযোগে দাবী করা হয় ইউপি নির্বাচনে ৮ ও ৯ নং ওয়ার্ড কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের সমর্থিত লোকজন প্রভাব বিস্তারের মাধ্যমে ওসমান সরওয়ার মামুনের এজেন্ট বের করে দিয়ে ব্যাপক অনিয়ম চালায়। পরে ভোট গননাকালীন সময়ও ব্যাপক অনিয়ম করে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করা হয়েছে।
নৌকা মনোনীত প্রার্থী ওসমান সরওয়ার মামুন আরো বলেন-কেন্দ্র দু’টিতে ভোট গননায় অনিয়ম হওয়ায় সত্যটা নিশ্চিতের স্বার্থে পুনঃ গননা প্রয়োজন বলে মনে করছি।
কাউয়ারখোপে ২ টি কেন্দ্রে ভোট পুন:গণনার দাবী জানালেন চেয়ারম্যান প্রার্থী মামুন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।