চট্টগ্রাম প্রতিনিধি:
মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তরুণ সমাজকর্মী ফারাজ করিম চৌধুরী৷ গতকাল (৪ জুলাই, মঙ্গলবার) রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, গত ২ সপ্তাহ ধরে এলার্জি জনিত সংক্রমণের কারণে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন ও ইনজেকশন গ্রহণের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন তিনি। ঈদ-উল আযহা’র আগে থেকেই তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। ডাক্তারের পরামর্শ ছিল সম্পূর্ণ বিশ্রামে থাকার। তবে ঈদে সাধারণ মানুষের সাথে মাঠে-ঘাটে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।
এরমধ্যেই গতকাল রাতে তিনি বেশি অসুস্থবোধ করলে তাৎক্ষণিকভাবে রাত ১ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সাথে সাথেই তাকে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়।
সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, রোগীকে ভর্তি দেওয়া হয়েছে। শরীরে এলার্জি। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ব্যাপারে জানতে ফারাজ করিম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি।
আরো খবরঃ
মহেশখালীতে ব্যাংক কর্মকর্তা উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
হলদিয়ায় ধর্ম জ্যোতি ভিক্ষুকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা
১৫৪ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভা দৃষ্টিনন্দন ১২তলা ভবন পাচ্ছে : ভিত্তিপ্রস্তর উদ্বোধন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।