প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফ উপকূলীয় ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ও পরিষদের ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার জেলা সিভিল সার্জন ও কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে সম্মাননা স্বারক গ্রহন করেছেন। ৬ জুলাই কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষে সকাল ১০ টা সময় মতবিনিময় আলোচনা পরবর্তী খোকন চেয়ারম্যানকে এই সম্মাননা দেওয়া হয়। এসময় সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ১১ই জুলাই ২০২৩ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রনালয়ের কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান- কে ক্রেষ্ট/সনদ প্রদান ঘোষণা পত্রে বাহারছড়া ইউনিয়ন পরিষদের নাম উঠে আসে।
বাহারছড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য খোকন চেয়ারম্যান কে এই সম্মাননা দেওয়া হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন আশা ব্যক্ত করে বলেন সামনের দিন গুলোতেও একজন সেবক হয়ে বাহারছড়া ইউনিয়নবাসীর পক্ষ হয়ে কাজ করে যেন সুনাম অর্জন করতে পারি তার জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করি।