বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) খালেছা বেগম,সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এই কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটির সভাপতি আছিয়া বেগম, সাধারণ সম্পাদক ইয়াসমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক করুনা মনি চৌধুরী টুম্পা।
জেলা মহিলা দলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন,মাতামুহুরি সাংগঠনিক উপজেলার প্রতিটি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে আহবান জানিয়েছেন।