প্রেস বিজ্ঞপ্তি:
হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রোজেক্টের আওতায় “ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব রেপ” শীর্ষক তিন দিনের একটি ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠান আজ কক্সবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২৫০ শয্যা সদর হাসপাতালের সদ্য দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: মোঃ মোমিনুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সিভিল সার্জন ডা: মোঃ মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: সুমন বড়ুয়া, ২৫০ শয্যা সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা: খাইরুন নেসা, হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, ইউএনএফপিএ বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার ডা: রাহাত আরা নুর,
প্রমূখ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলার আটটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স ও এসএসিএমও তিন দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক ডা: মোঃ মোমিনুর রহমান বলেন, তিন দিনের প্রশিক্ষণকে মাথায় রেখে রেপ সারভাইভালদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তিনি এই প্রশিক্ষণটি আয়োজন করার জন্য হোপ ফাউন্ডেশন ও ইউএনএফপিএ কে ধন্যবাদ দেন এবং সবাইকে এক সাথে কাজ করে এই মহৎ কার্যক্রমকে সফল করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান বলেন, তিন দিনের এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব রেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন কক্সবাজার জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যার সদর হসপিটালের মাধ্যমে রেপ সারভাইভালদের স্বাস্থ্যসেবার পথটি আরো সুগম হলো। পর্যায়ক্রমে এ ধরনের ট্রেনিং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও আয়োজন করা হবে। সিভিল সার্জন ডা: মোঃ মাহবুবুর রহমান উপস্থিত আটজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তিনদিনের এত লম্বা সময় দিয়ে ট্রেনিংটি সম্পন্ন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কার্যক্রমকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে সম্মিলিতভাবে রেপ সারভাইভালদের ক্লিনিক্যাল সাপোর্ট, সাইকোসোশ্যাল সাপোর্ট ও মেডিকো লিগাল সাপোর্ট দেয়ার মত মহৎ কাজের সুযোগ পেয়ে হোপ ফাউন্ডেশন গর্বিত। হোপ ফাউন্ডেশন বিগত ২৩ বছর কক্সবাজার জেলার অসহায় ও দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। আর এই কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার জেলা বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে পরিচিতি পাবে সেই প্রত্যাশাও করেন। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, উক্ত তিন দিনের ট্রেনিং প্রোগ্রামটি বিগত ১৬ই নভেম্বর ২০২১ তারিখে উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য, ডা: হাসান শাহরিয়ার কবির।
প্রসঙ্গত, কক্সবাজার জেলার কৃতি সন্তান ডা: ইফতেখার মাহমুদ মিনার ১৯৯৯ সালে হোপ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন আর শুরুর দিন থেকেই প্রতিষ্ঠানটি গরীব অসহায় নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করছে। তিনি এই ধরনের মানবতার কাজে হোপ ফাউন্ডেশনকে সরকারের সাথে কাজ করার সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ সরকার, দাতা সংস্থা বিশ্ব ব্যাংক ও ইউএনএফপিএ-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।