রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী বিধিনিষেধের বর্ণনা দিলো রোহিঙ্গারা

প্রকাশ: জুলাই ১২, ২০২৩ ৬:২০ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইমাম খাইর, সিবিএনঃ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
বুধবার (১২ জুলাই) দুপুরে দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের নির্যাতন ও মৌলিক অধিকার পরিপন্থী আরোপিত বিভিন্ন বিধিনিষেধ এর বর্ণনা করেন রোহিঙ্গারা। এসময় তারা শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে সকল অধিকার নিশ্চিতপূর্বক প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন।
প্রতিনিধিদলটি ৪৫ এ ক্যাম্প- ৯ এ প্রথমে ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-১১ এর একশন এইডের অফিসে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ইমাম, যুবকদের সাথে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, প্রত্যাবাসন সহ নানা বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধিদল ক্যাম্প-১৮ তে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় ৮ এপিবিএন এর পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, মোঃ রবিউল ইসলাম, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।