চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানের ডাকবাংলো চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বকুল গাছের চারা রোপণ করেছেন।

রাউজান সরকারি কলেজ মাঠে সোমবার (১৭ জুলাই) সকালে এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ৫ লাখ ফলের চারা বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাউজান আসেন কৃষিমন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল পালিত প্রমুখ।

সকাল সাড়ে দশটায় ডাক বাংলোতে উপস্থিত হন মন্ত্রী। এ সময় তাঁকে গার্ড অব অনার দেয় রাউজান থানা পুলিশ।

একদিনে ৫ লাখ চারা রোপণের অনন্য রেকর্ডে ও বিশাল এই কর্মযজ্ঞে সার্বিক সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সদস্যরা।

আরো খবর

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ইলিয়ানা

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা ও বিদেশি মদের বোতলসহ আটক-১

আজ হোয়াইক্যং নয়াবাজারের মহিয়সী নারী শামসুন নাহারের ৩য় মৃত্যু বার্ষিকী

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।