নিজস্ব প্রতিবেদক :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেলে শহরের শংকরমঠ গীতা স্কুল কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিত ব্যানার্জী।
প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বলেন, আমাদের আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
এতে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কক্সবাজার সদর উপজেলা মনিটরিং কমিটির সদস্য সাংবাদিক বলরাম দাশ অনুপম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তা গণপতি রায়, মোঃ হুমায়ুন, শংকরমঠের পুরোহিত পরিমলানন্দ মহারাজ, শংকরমঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত গীতা স্কুলের শিক্ষিক পরিমল কান্তি দে। পরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।