কনক বড়ুয়া :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বসতঘর থেকে ৩০ হাজার পিছ এ্যামফিটামিন ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন ক্যাম্প-৮ ইস্টের সলিম উল্লাহর ছেলে মজিবুল্লাহ(২০) ও ক্যাম্প-২ ডাব্লিউ এর মৃত সৈয়দ কাশেমের ছেলে মোহাম্মদ শাহ(২১)।
এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক ম. এনামুল হক তার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ক্যাম্প-৮ ইস্টের মোহাম্মদ জোহার(২২) এর বসতঘর থেকে ৩০ হাজার পিছ এ্যামফিটামিন ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়।
এসময় অপর আসামি আবদুল মজিদের ছেলে এফডিএমএন সদস্য মোহাম্মদ জোহার(২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো: কামরান হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, দুই ধৃত আসামী এবং এক পলাতক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।