প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ উপজেলা দূরপাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতি লিমিটেড এর সদস্যগণ,সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান বদির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জহির আব্বাসের স্বাক্ষরিত
টেকনাফ উপজেলা দূরপাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতি লিমিটেড এর নবগঠিত কমিটিতে নুর মোহাম্মদ সভাপতি সাইফুল হাকিমকে সাধারণ সম্পাদক,মো.মামুনকে সহ-সভাপতি ও মুফিজুর রহমানকে কোষাধ্যক্ষ করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটির নেতৃবৃন্দরা টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ পৌর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি (এমপি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাফর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম। টেকনাফ উপজেলা দূরপাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতির সভাপতি ও সেন্টমার্টিন ট্রাভেলসের ইনচার্জ নুর মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি ও গ্রীন সেন্টমার্টি এক্সপ্রেস এর ইনচার্জ মোঃ হাসেম, সাধারণ সম্পাদক ও টিআর ট্রাভেলসের ইনচার্জ সাইফুল হাকিম। কোষাধ্যক্ষ ও হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার মুফিজ উদ্দিন। সিনিয়র সদস্য ও সেন্টমার্টিন পরিবহনের ইনচার্জ জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ম্যানেজার শওকত হায়াত,প্রচার সম্পাদক ও জেদ্দা এক্সপ্রেসের ম্যানেজার মোঃ আদিল, সিনিয়র সদস্য ও রিলাক্স কিং এর ইনচার্জ মোঃ আলম, সিনিয়র সদস্য ও সেন্টমার্টিন সি ভিউ ইনচার্জ এর মোঃ ইব্রাহিম। সদস্য ও ইম্পেরিয়াল এক্সপ্রেসের ম্যানেজার মোঃ আব্দুল্লাহ, সদস্য ও শ্যামলী এনআর এর ম্যানেজার মোঃ আসাদ। সদস্য ও গ্রীন সেন্টমার্টিন এক্সপ্রেসের ম্যানেজার মাসুম। সদস্য শহিদুল ইসলাম শাহেদ,মেহেদী হাসান, মোঃ ফাইসাল, পরওয়াস প্রমুখ। এ সময় উক্ত সমিতির নেতৃবৃন্দকে সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বদি সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা দূরপাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতি লিমিটেড এর ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
ওইদিন থেকে আনুষ্ঠানিক ভাবে কমিটির কার্যক্রম শুরু হয়।
আরো খবর
ঝিলংজায় রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান টিপু সোলতান
আলীকদমে সেনাবাহিনীর চেক পোস্টে ইয়াবাসহ আটক-২
রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই এনজিও কর্মী অপহরণের শিকার, পুলিশের অভিযানে উদ্ধার
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।