প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারে রোববার (২৩ জুলাই) অনুষ্ঠিত পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুল।

রানার্সআপ হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

কুইজ পরীক্ষায় বিজয়ী হয়েছেন ৬ জন। তারা হলেন, ক্যাটাগরি-১ ( ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি) প্রথম কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শফিকুল আনোয়ার আফিফ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে-কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অরুনাভ সেন ও অরুনেশ সেন।

ক্যাটাগরি-২ ( নবম ও দশম শ্রেণি) এ প্রথম হয়েছেন রামু খিজারী সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আছেম ইবনে ওবাইদ, দ্বিতীয়-কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাজিফা নুর ইরা ও তৃতীয়-বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সাদিয়াতুল কিবরিয়া নোভা। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র আদিত্য সিকদার।

উৎসবে কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪ টি স্কুলের ১৫৪ জন বিতার্কিক ছাড়াও অন্তত ৯০০জন শিক্ষার্থী অংশ নেন।

ফাইনালে পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান-বিষয়ে যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুল।

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান নিয়ে রোববার কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় বিতর্ক উৎসব।

সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম বন্ধুসভা কক্সবাজারের সভাপতি উম্মে সাদিয়া হোসেন সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধুসভা কক্সবাজারের সাধারণ সম্পাদক নুরুল আবছারের নেতৃত্বে ৩০ জন সদস্য।

প্রথম আলো বিতর্কে চ্যাম্পিয়ন কক্সবাজার মডেল হাই স্কুল
রানার্স আপ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগর এম এম সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘বিতর্ক কেবল যুক্তি নয়, জ্ঞানেরও লড়াই। বিতর্ক করলে জানার পরিধি বাড়ে। বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যুক্তির খুবই প্রয়োজন।’

সিরাজুল ইসলাম বলেন, সাদাকে সাদা কালোকে কালো বলার মধ্যেও বিতর্ক আছে। মুক্তিযুদ্ধের সময়ও বিতর্ক হয়েছে। শেষে জয় হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন পুষ্টি চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক গৌরব চক্রবর্তী, কক্সবাজার সরকারি কলেজের গণিতে বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন ফারুকী, পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাশেম, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, ইংরেজি বিভাগের অধ্যাপক মিঠুন চক্রবর্তী, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো, নাছির উদ্দিন, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান শরমিন সিদ্দিকা লিমা, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. সৈয়দ করিম, বিতার্কিক নওরিন হাসনাত উমামা।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল নিয়ে কথা বলেন ও শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার অঙ্গীকার করান। পাশাপাশি তিনি জিপিএ-৫ সংবর্ধনা, গণিত উৎসব, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসব, শিক্ষক সম্মাননাসহ প্রথম আলোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে দেন।

 

জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, প্রথম আলো অনেক বড় বড় প্রোগ্রাম করে, তৎমধ্যে এটি একটি। নিজেকে তৈরি করার জন্য, সমাজকে গড়ার জন্য যুক্তি বড় অনুঘটক হিসেবে কাজ করে। বিতর্ক মানে ঝগড়া নয়, বিতর্ক মানে শিক্ষা নয়, বিতর্ক মানে জানা।

 

কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান শরমিন সিদ্দিকা লিমা বলেন, বিদ্যা মানুষের আবরণে , শিক্ষা মানুষের আচরণে। তুমুল যুদ্ধ শেষে যুক্তির মাধ্যমে আমরা প্রমাণ করবো আমরা শ্রেষ্ঠ তার্কিক। মেধা এবং মননকে কাজে লাগাতে হবে। যত বেশি চর্চা করবেন ততবেশি পরিশীলিত হবেন।

 

প্রতিযোগিতায় অংশ নেয় কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান । স্কুলগুলো হচ্ছেঃ কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়,বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ছনখোলা মডেল হাইস্কুল, পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয়, শিলখালী উচ্চবিদ্যালয়, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, রামু খিজারী আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, রামু বাঁকখালী উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী, কক্সবাজার মডেল হাইস্কুল এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, মেডেল, টি-শার্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

আরো খবর

কক্সবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

র‌্যাব-১২ এর হাতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষার গ্রেফতার

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরেরা

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।