নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৯০ দশকের মেম্বার আব্দুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় আল বয়ান হাই স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে আগত মুসল্লিদের উদ্দেশ্যে স্মৃতিচারণ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, আল বায়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, জেলা জামাতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শহীদুল আলম বাহাদুর, মাওলানা আবুল কাশেম, মৌলানা সিরাজুল হক, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম, অধ্যাপক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুল করিম শহিদ, ফরিদুল আলম মেম্বার, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাকের হোছাইন ও মাস্টার শামসুল হুদা সিদ্দিকী প্রমুখ।
আব্দুর রহমান মেম্বার রবিবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে সন্তানের জনক।
মরহুমের ছোট ছেলে হাসান পারভেজ আত্মীয়-স্বজনসহ জানাজায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি পিতার জন্য দোয়া কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।