কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় নুরুল আবছার (৪৪) নামে এক খুচরা বিক্রেতাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সে কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ির ৮নং ওয়ার্ডের গোলাম আকবারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কুতুবদিয়া থানার এসআই মোহাম্মদ ইস্রাফিল অভিযান চালিয়ে বড়ঘোপ শহীদ মিনারের পাশে পাকা রাস্তার উপর থেকে ঝালমুড়ি বিক্রিতা নুরুল আবছারকে (৪৪) আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারা মোতাবেক নুরুল আবছারকে সাত দিনের কারাদণ্ড দেন।
কুতুবদিয়া থানার তদন্ত (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, উদ্ধারকৃত ১৫ পিস ইয়াবাগুলো আগুনে ভষ্মিভূত করা হয় বলে জানা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।