দেলওয়ার হোসাইন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ব্যতিক্রমী এক ফুটবল ম্যাচে পুরস্কার হিসেবে আস্ত একটি ছাগল তুলে দেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ।
বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচটিতে ১ গোলে বিজয়ী হয় অবিবাহিত দল ।
উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলাইয়াঘোনা এলাকায় বিকাল ৩ টায় স্থানীয় গ্রামের বিলে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। গ্রামের মাঝামাঝি বিলে ম্যাচটি চলাকালে নারী দর্শক ছিল দেখার মত ।
খেলার প্রথমার্ধে দু’দল গোল শূন্য হলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে বিবাহিত দলের জালে অবিবাহিত দলের বল জড়িয়ে যায়। ফলে এক গোলে বিজয়ী হয় অবিবাহিত দল।
খেলার আয়োজক কমিটি ও অবিবাহিত দলে টিম লিডার মেহেদী হাসান জানান, বিবাহিত যুবকদের খেলা মুখি করার জন্য আমাদের এই আয়োজন। অনেকে বিবাহিত জীবনে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় অনেক ভাল মানের খেলোয়াড় মাঠে আসেনা। আর তাদের খেলায় ফেরাতে আমাদের এ উদ্যোগ।
আস্ত ছাগল পুরস্কার হিসেবে বাছাই করার বিষয়ে বিবাহিত দলের টিম লিডার মোঃ ইউনুছ জানান, খেলার পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজন থাকা দরকার মনে করি। ছোটদের আবদার বড়রা ফেলতে পারেনা। তাদের সাথে সময় দেয়াও হলো আনন্দও হলো। এভাবে সবাই মিলে মিশে থাকতে চাই।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ ইকবাল। তিনি জানান, এলাকার যুবসমাজকে মাদক ও মোবাইল গেম থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। ছোট বড় সবাই মিলে প্রতিযোগিতামূলক আয়োজনে দূরত্ব কমে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়। তাই এলাকার সকলে মিলে আগামীতে এ ধরনের আয়োজন চলমান রাখবো।
পেকুয়া ভোলাইয়াঘোনা এলাকার মুরুব্বি জহিরুল আলম,আব্দুল কুদ্দুস, মাস্টার ইদ্রিস,মাস্টার শাহাব উদ্দিন,রাশেদুল কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো খবর
টেকনাফে অপহরণের ২২ ঘণ্টা পর শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
এখনও সময় আছে পদত্যাগ করুন : বিএনপি মহাসচিব
রামু পিকআপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির নির্বাচিত কমিটির শপথগ্রহণ
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।