শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৩০ জুলাই) বিকালে উপজেলা গেইটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে ও বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা রমিজ আহমদ, উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেজাম উদ্দীন, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হুদা বাদশা, উপজেলা কৃষক লীগের আহবায়ক জাহিদুল ইসলাম কাইছার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রহিম রাসেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান ফরহান, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শাহরিয়ার আইয়ুব সিকদার,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিদুল হাসান হান্নানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপপ্রচার মিথ্যাচার বন্ধ করতে এবং সকল ষড়যন্ত্রকে রুখতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। আন্দোলনের নামে কুতুবদিয়ার মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোরভাবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এসময়,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।