দেলওয়ার হোসাইন,পেকুয়া :

পেকুয়ায় টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ২টি বেড়িবাঁধ ভেঙ্গে অন্তত ১৩ টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলোতে কয়েক হাজার পরিবারের অবর্ণনীয় দুর্ভোগের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে স্থানীয়রা।

গতকাল (৭ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বারবাকিয়া ফাঁড়ি খালের পূর্ব মেহেরনামা এলাকার পূর্ব পাড়া রাবারড্যাম সংলগ্ন বার্মার কুম অংশে এ ভাঙ্গনের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৫ টার দিকে একই খালের ফাঁসের গুদাম এলাকায় আরো একটি ভাঙ্গনের সৃষ্টি হয়ে পানি ঢুকতে থাকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোরে ওই বার্মারকুমে ছোট আকারে ভাঙন শুরু হলেও দুপুর নাগাদ ভাঙ্গনটি প্রায় ১৫০ ফিট দৈর্ঘ্য হয়। পরে সন্ধ্যা ৫ টার দিকে ফাঁসের গুদাম এলাকায় আরো একটি ভাঙ্গনের সৃষ্টি হয়ে সেখানেও প্রায় ১০০ ফিট বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এতে করে সদর ইউনিয়নের বলির পাড়া, মোরার পাড়া, আবাসন, খাস পাড়া, হরিণাখালী, সরকারীঘোনা, নন্দির পাড়া, চিরাদিয়া, জাইল্যাখালী, বটতলিয়া পাড়া, চৈরভাঙ্গা, টেকপাড়া, বাংলা পাড়া সহ প্রায় ১৩ টির অধিক গ্রাম প্লাবিত হয়।

রাত সাড়ে ৯ টার দিকে মেহেরনামার স্থানীয় অধিবাসী আহসান উল্লাহ জানান, “বিগত বড় বড় বন্যাগুলোতেও তাদের বাড়িতে পানি উঠেনি। কিন্তু আজকে তার ঘরের ভিতরই হাঁটুজল। তিনি জানান, হঠাৎ এতবেশি পানি উঠার কারণে স্থানীয়রা নারী, শিশু ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে।” মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে বলেও জানায় সে।

স্থানীয় কৃষক মহিবুল্লাহ জানান, “পূর্ব মেহেরনামায় কৃষি জমি বেশী। এখানে সবজি সহ নানা ফসল উৎপাদন হয়। সবগুলোই আজ পানির নিচে তলিয়ে গেছে। তিনি আরো জানান, কৃষকেরা কিছুদিন আগেই বীজতলায় ধান ফেলেছে বর্ষা মৌসুমে চাষ করার জন। এখন বীজতলাগুলো সব পানির নিচে তলিয়ে গেছে।”

পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ জানান, “টানা ভারি বর্ষণের কারণে পানির স্রোত এত বেশী যে, বেড়িবাঁধটি ছোট আকারে ভাঙার সাথে সাথে রক্ষার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আমরা এখন স্থানীয় লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ করছি। তিনি বলেন এই প্লাবনের কারণে স্থানীয় কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।”

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা জানান, “সকাল থেকে আমরা ভাঙন এলাকায় অবস্থান করে ভাঙন রক্ষার প্রাণান্ত চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য প্রবল স্রোত দুটি স্থানে বেড়িবাঁধের ভাঙ্গনের কারণে পেকুয়া সদরের বেশ কিছু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এখন আমরা মাইকিং করে স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি এবং তাদের কাছে শুকনো খাবার পৌঁছে দিচ্ছি।” তিনি জানান, আশ্রয়কেন্দ্রগুলোর নিচতলায় পানি উঠলেও ২য় এবং ৩য় তলায় লোকজনকে আশ্রয় নেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

আরো খবর

রামুতে পানিতে ডুবে শিশুর প্রাণহানি, দুই সহস্রাধিক বসত বাড়ি পানিবন্দি

ঢাকা মহাসমাবেশে গ্রেপ্তার রুস্তমের পরিবারকে দেখতে গেলেন স্বেচ্ছাসেবক দল