ইমরান তাওহীদ রানা,ঈদগাঁও:

কক্সবাজার জেলা কারাগার ও ঈদগাঁও পপুলার মেডিকোর নিয়মিত চেম্বারে রোগীর চিকিৎসা দেওয়া কর্মরত ডাঃ শামীম রাশেল করোনা পজেটিভ হয়েছেন। তিনি বর্তমানে চট্রগ্রাম এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি ২০১৩ সাল থেকে দীর্ঘ বছর ঈদগাঁও পপুলার মেডিকোতে চেম্বার করে দৈনিক শত শত রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। তিনি এর পাশাপাশি ককসবাজার সদর হাসপালের মেডিলে অফিসার ও জেলা কারাগারের চিকিৎসকের দায়িত্ব রয়েছেন।

বিশ্বস্ত সুত্রে গত ১১ আগষ্ট অসুস্থতা দেখাদিলে চট্রগ্রাম এভার কেয়ার হাসপালে চিকিৎসা নিতে গেলে সে খানে করোনা পজেটিব হয়।

তাই তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।