আনোয়ার হোছাইন ঈদগাঁও:

কক্সবাজার ঈদগাঁও উপজেলায় পৃথক স্থানে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট (মঙ্গলবার) আছরের নামাজের পর উপজেলার পৃথক স্থানে এ জানাজা হয়।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি রহ: মৃত্যু পরবর্তী ঈদগাঁও উপজেলার সর্বসাধারণ বৃহৎ পরিসরে মঙ্গলবার আছরের নামাজের পর গায়েবানা জানাজা নামাজের ঘোষণা দেন।কিন্তু পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায় গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পুলিশের গুলিতে এক মুসল্লি নিহত ও শতাধিক আহতের সংবাদে ঈদগাঁও পুলিশ প্রশাসন সম্ভাব্য স্থানে টহল দিতে শুরু করে।এতে মুসল্লিদের মধ্যে আতংক দেখা দেয়। পূর্ব নির্ধারিত ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে পুলিশি টহলের মধ্যেও হাজারো মুসল্লির উপস্থিতিতে মাদ্রাসা মাঠে এবং একই সময়ে ঈদগাঁও বাজারের জলিলিয়া মসজিদ মাঠে পূর্ব নির্ধারিত গায়েবনা জানাজার নামাজ সম্পন্ন হয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নামাজ সম্পন্ন করতে পারায় মুসল্লিরা শ্বস্তি প্রকাশ করেছে।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে আমৃত্যু কারা দন্ডপ্রাপ্ত আল্লামা সাঈদী চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেন।