সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে জেলার পেকুয়া, চকরিয়া ও কক্সবাজার সদরে মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী।

নেতৃদ্বয় বলেন, একজন খ্যাতিমান আলেমে দীনের গায়েবানা জানাযাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে পুলিশ প্রশাসন বাধা দিয়ে সাধারণ জনগণের আবেগকে দমিয়ে রাখার চেষ্টা ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ। এছাড়াও চকরিয়ায় পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করে জামায়াত কর্মী ফোরকান উদ্দিনকে হত্যা করা হয়েছে। যা জাতীয় ও স্থানীয় মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।  অপরাধী ও খুনি চিহ্নিত হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন এদেরকে গ্রেফতার না করে উল্টো নিরীহ জামায়াতের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণকে মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা এহেন মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।  প্রকৃত ও চিহ্নিত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করছি। প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষ ও পেশাসুলভ আচরণ কামনা করছি।