সংবাদদাতা:
বৃষ্টিস্নাত চট্টগ্রামে ‘ঘুম ভেঙেছে’ পাহাড় ধসে ঘুমন্ত শিশুসহ বাবার মৃত্যুর খবরে। এরপর সকাল থেকে একে একে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নালায় পড়ে এখনো নিখোঁজ রয়েছে দেড় বছরের এক শিশু। রবিবার (২৭ আগস্ট) সকালে থেকে নগরের ষোলশহর, উত্তর আগ্রাবাদ এবং সীতাকুণ্ড উপজেলায় এসব ঘটনা ঘটে।
ষোলশহরে পাহাড় ধসে প্রাণ গেল বাবা-মেয়ের:
রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টা। অতি বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে নগরের ষোলশহর রেলস্টেশন এলাকার আইডব্লিউ কলোনির একটি কাঁচাঘরের উপর পড়ে। এতে ওই ঘরে থাকা চারজন মাটিতে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন— মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭ মাস)।
সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩:
দুপুর সাড়ে ১২টা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট অংশে রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এসময় সীতাকুণ্ড থানার এক এসআই সহ ৫ কনস্টেবল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিহত তিনজন হলেন— সীতাকুণ্ড থানার কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এস্কান্দার আলী মোল্লা। এছাড়া আহত দুইজন হলেন— এসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক) সমর চন্দ্র সূত্রধর।
আগ্রাবাদে নালায় পড়ে এবার নিখোঁজ দেড় বছরের শিশু:
বিকেলে সাড়ে ৩টা। নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নালায় পড়ে ইয়াসিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। এরপর থেকে টানা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ শিশু আরাফাতের মা নাসরিন আক্তার বলেন, আমার ছেলে তিন চার বার নালার ওদিকে চলে গেছে। আমি ধরে ধরে এনেছি। দুপুরে দরজা খোলা পেয়ে কোন একসময়ে সে আবার চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না।