অনলাইন ডেস্ক:

চিত্রনায়ক জায়েদ খানের নায়িকা হতে যাচ্ছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মাসের শুরুতে এই খবর ভুয়া বললেও এখন সত্যিতে রূপান্তরিত হয়েছে।

তবে আজ বুধবার সকালে সেই সায়ন্তিকার সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল জায়েদ খানের। নায়িকার সঙ্গে একাধিক ছবি দিয়ে এই নায়ক ক্যাপশন জুড়েছেন ‘ছায়াবাজ’।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দুদিন আগে আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সে কারণে আগের খবরের সময় আমাকে অস্কীকার করতে হয়েছিল ব্যাপারটি। চুক্তিবদ্ধ হওয়ার আগে তো বলতে পারি না, সে আমার নায়িকা হচ্ছে। চুক্তি হওয়ার পর নতুন স্টাইলে চুল কেটেছি। আজই কক্সবাজারে শুটিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হব আমরা।’

‘ছায়াবাজ’ পরিচালনা করছেন তাজু কামরুল। এর আগে শাকিব খানের ‘নাকাব’ সিনেমার দেখা গেছে কলকাতার সায়ন্তিকাকে।

-ntv