শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

‘১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিরা শুধু জীবিত বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুর মৃতদেহকেও ভয় পেয়েছিল বলে মন্তব্য করেছেন কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি । সে কারণেই হেলিকপ্টারে নিয়ে তাড়াহুড়ো করে টুঙ্গিপাড়ায় বিনা গোসলে দাফন করতে চেয়েছিলেন। গ্রাসবাসীর আপত্তির মুখে ধর্মীয় রীতি মেনে ৫৭০ সাবান আর রিলিফের মার্কিন কাপড় দিয়ে কবর দেন খুনিরা। সেইদিন বঙ্গবন্ধু ও মেধাবী তরুণ শেখ কামালসহ জাতির পিতার পরিবারের যতজনকে পেয়েছে, সেই রাতে হত্যা করেছে।’ বঙ্গবন্ধুর নিহত হওয়া বিশ্বজোড়া বাঙালির সামনে অনেক শোকের। কিন্তু খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভায় প্রধান বক্তা বক্তৃতাকালে এসব কথা বলেন।

আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাইয়ুম ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে খুনিদের বিচারের আওতায় এনে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। এখনও বঙ্গবন্ধুর কতিপয় খুনিরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, সাবেক সাধারণ সম্পাদক নুরুচ ছাফা বি কম,সাবেক সিনিয়র সহ-সভাপতি, আসাদুল্লাহ চৌধুরী,আরিফ মোশাররফ,আওয়ামী লীগ নেতা রমিজ আহমদ,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, মহিলা আ.লীগের সভাপতি ছৈয়দা মেহেরুন্নেছা, কৃষক লীগের আহবায়ক জাহিদুল ইসলাম কাইছার, মৎস্যজীবি লীগের আব্দুল মোতালেব,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজন সিকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

এর আগে, লেমশীখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে শোক সভা ও আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি আশেক।