প্রেস বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী আয়োজনে আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজার পৌর আ.লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আ.লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কবি আসিফ নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যাপ্রিয় চৌধুরী দোলন, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, সাংবাদিক নুপা আলম, খেলাঘর সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনির মোবারক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের অভ্যুদয় এবং রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু আজও জীবন্ত। বঙ্গবন্ধুর কর্মনিষ্ঠ, সংগ্রামী চেতনা, আপসহীনতা আর অসীম সাহসিকতা আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে পথ দেখাবে।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, সহ-সভাপতি মিজনুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা ফরহাদ রেজা, এডভোকেট ছোটন কান্তি শীল, সাগর পাল, ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোং সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোরশেদুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা এডভোকেট জহিরুল ইসলাম, আজিজ উদ্দিন, প্রকৌশলী অন্তিক চক্রবর্তী, হেলাল উদ্দিন সিকদার, কাসেম আবেদীন প্রমুখ।
উক্ত আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী ও শ্রুতি আবৃত্তি অঙ্গনের শিল্পীবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।