গত কয়েকদিন ধরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। যা মোটেও সত্য নয়। এসব সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর দাবি করেছেন মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর শাহীন মাহমুদ রাসেল নামক সাংবাদিক একটি অনলাইনে “সাংবাদিকদের ‘সবক’ দিলেন সড়কে পিলার গেড়ে দেয়া সেই ইউপি সদস্য” শিরোনামে সংবাদ করেন।

সেখানে তিনি লিখেন, “মাদক পাচার, ক্ষমতার অপব্যবহার, আধিপত্য বিস্তার, বালি ও ভূমিদস্যুতায় অভিযুক্ত কক্সবাজার সদর সদরের ঝিলংজার ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন ফের বেপরোয়া হয়ে উঠেছে। ব্যক্তিগত বিরোধের প্রতিপক্ষকে ঘায়েল করতে জনপ্রতিনিধির ক্ষমতাকে অন্যায়ভাবে ব্যবহার করে একের পর এক নৃশংস ও বর্বর চরিত্রের জন্ম দিয়ে নিয়মিত সংবাদের শিরোনাম হয়ে যাচ্ছেন তিনি। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও বছরের পর পর সরকারি কয়েকটি বাজারের রাজস্বের কোটি কোটি টাকা লুটপাট, মাদক ও হুন্ডি কারবারে জড়িয়ে উর্পাজন করেছেন শত কোটি টাকা। এ থেকেই ধরাকে সরাজ্ঞান করতে শিখে গেছেন মেম্বার নাছির।” যা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও শেয়ার করেছেন। শাহীন মাহমুদ রাসেল তার এই উদ্ভট, মিথ্যাচারের মাধ্যমে আমার চরম মানক্ষুণ্ন করেছেন।

ইউএনওর ক্ষমতা ব্যবহারের যে অভিযোগ তুলেছেন তা চরম হাস্যকর। আমি একজন সাধারণ সদস্য। নির্বাহী ক্ষমতা সম্পন্ন একজন কর্মকর্তার সঙ্গে আমার তুলনা হয় না।

বালু ব্যবসায়ীদের কাছ থেকে ‘ইউএনওর নাম ভাঙ্গিয়ে’ নিয়মিত চাঁদা দাবির অভিযোগ ডাহা মিথ্যা। বরং কারা অবৈধ বালু ব্যবসা করে তা এলাকাবাসীর নিকট স্পষ্ট।

গত ২ সেপ্টেম্বর স্থানীয় কসাই কাছিম স্ত্রী গুরুতর অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। সেখানেও আমাকে টেনে এনেছেন রাসেল।

অবৈধ বালু উত্তোলন ও ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ রাখতে রাস্তার উপর খুঁটি দিয়েছি। কারণ, ডাম্পার চলাচলের ফলে ইতোপূর্বে আমার একটি সন্তান দুর্ঘটনায় নিহত হয়েছে। নিজের পরিবারের সদস্য ও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে খুঁটি দেওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ খুশি হয়েছে। তাও আমার নিজস্ব দালিলিক সম্পত্তির উপর খুঁটি দিয়েছি। এতে জনগণের চলাচলের কোন সমস্যা হচ্ছে না। যা সরেজমিন তদন্ত করলে প্রমাণ মিলবে।

মূলতঃ একটি চক্র থেকে অবৈধ সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে চলেছেন শাহীন মাহমুদ রাসেল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। টার্গেটেড প্রোপাগাণ্ডায় বিভ্রান্ত না হতে প্রশাসন, এলাকাবাসী ও সুধীজনের প্রতি অনুরোধ রইলো।

প্রতিবাদকারী
মোহাম্মদ নাছির উদ্দিন
মেম্বার, ৬ নং ওয়ার্ড
ঝিলংজা ইউনিয়ন পরিষদ, সদর, কক্সবাজার ও
সহ সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি।