এম.এ আজিজ রাসেল, সিবিএন:

কক্সবাজারে অলিম্পিক গেমস ২০২৪ এর জোনাল বাছাই পর্ব বঙ্গবন্ধু এভিসি বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইরান ও কাজাখস্তান।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে সৈকতের কলাতলী ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে অনুষ্ঠিত পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয় ইরান বনাম ভারত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইরানের দুই দল ভারতের দুই দলকে ২-০ সেটে হারায়।

অপরদিকে বাংলাদেশ পুরুষ দলকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টের ৩য় হয় কাজাখস্তান।

এছাড়া মহিলা দলের কাজাখস্তান কিরগিজস্তানের দুই দলকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বাংলাদেশ মহিলা দলকে ২-০ সেটে হারিয়ে মহিলা দলের ৩য় স্থান অর্জন করে উজবেকিস্তান।

পরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা জজ মহিউদ্দিন মুরাদ

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম শামসুল আরেফীন ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ট্রফি তুলে দেন অতিথিরা।

আরো খবর

কক্সবাজারে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি, আটক ২

চকরিয়ার হারবাং এর শওকত মিয়া আর নেই

আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।