সংবাদ বিজ্ঞপ্তি
দেশের অন্যতম প্রগতিশীল গণসাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের আয়োজনে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে বাউল সাধক শাহ আবদুল করিমের ১৪তম প্রয়াণ দিবস শিল্পীর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মানিক বৈরাগী, সহ সভাপতি রাধু বড়ুয়া চৌধুরী, সিনিয়র সদস্য অন্তিক চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক কাজী তামজিদ পাশা, সহ সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ স্বরুপ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সম্পাদক বাঁধন সরকার, সদস্য যথাক্রমে জয়নাব রহমান জুঁই, মনিরা মনি, মানিক দাশ, মানস দাশ, অর্পিতা ধর, নিহারিকা ধর আঁখি, প্রিয়া ধর, প্রীতি চক্রবর্তী, রাহুল বড়ুয়া দৃশ্য, জাওয়াদ বাশার অনন্ত এবং রাহুল মহাজন।
সভায় কমিটির সদস্যদের অংশগ্রহনে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সভা শেষে কক্সবাজারের কবি অমিত চৌধুরীর সুস্থতা কামনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।