আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা প্রথমবারেরমত কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণ করে শক্তিশালী কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হাজারো দর্শকের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়।
পরে ট্রাইবেকারে ঈদগাঁও উপজেলার গোল কিপার মো: শাহজাহানের বীরত্বে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলাকে ৫-৩ গোলে হারিয়ে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা প্রথমবারই সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঈদগাঁও’র গোল কিপার মো: শাহজাহান। সেমিফাইনালে চকরিয়া উপজেলার মুখোমুখি হবে এ উদীয়মান শক্তি ।
এদিকে প্রথমবারই এ গৌরব অর্জন করায় দলের খেলোয়াড়, পৃষ্ঠপোষক, টিম ম্যানেজমেন্ট সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জকরিয়া।
অপরদিকে প্রথমবারই শক্তিশালী কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উন্নিত হওয়ায় ঈদগাঁও উপজেলা দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ।