কামাল শিশির, রামু:

রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ১১টায় রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান,রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংবাদিক নীতিশ বড়ুয়া।

উপস্থিত ছিলেন রামু উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, কামাল শামসুদ্দিন প্রিন্স, নুরুল ইসলাম সিকদার, মুফিজুর রহমান, খোদেস্তা বেগম রিনা, ফিরোজ আহমদ ভূট্টো, সিরাজুল ইসলাম ভূট্টো, মুজিফুর রহমান, মুজিবুর রহমান বাবুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।