সংবাদ বিজ্ঞপ্তি :
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে জেলা ওলামালীগের মৌলানাদের সম্বন্বয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রিয়নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরে কেক কাটার মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উৎসব উদযাপন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ, এড. বদিউল আলম সিকদার, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, আবদুল খালেক, এড. তাপস রক্ষিত, ব্যারিষ্টার মিজান সাঈদ, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড.সুলতানুল আলম, ইউনুচ বাঙ্গালী, নরুল আজিম কনক, কাউন্সিলর এমএ মনজুর, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক এড. সৈয়দ রেজাউর রহমান, এড. নাছরিন ছিদ্দিকা লীনা, জি এম আবুল কাশেম, এড. জিয়া উদ্দিন জিয়া, ড. নুরুল আবছার, জসিম উদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ মহীদুল্লাহ, আশরাফ উদ্দিন, এড. নুরুল ইসলাম সায়েম, অধ্যাপক রোমেনা আকতার, আহসান সুমন, মির্জা ওবাইদ রুমেল, মক্কা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম নেওয়াজ, গিয়াস উদ্দিন, তাতী লীগের সভাপতি আরিফ উল মওলা, জেলা শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।