শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সাঁতরে সাগরে পার হতে গিয়ে নিখোঁজ মাঝি মোঃ এরফানের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দশঘন্টা পর শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উত্তর ধুরুং এলাকার কিল্লার পাড়া চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০ টায় সাগর থেকে কূলের একটু দূরত্বে থেকে তিনি নিখোঁজ হন।
নিহত মোঃ এরফান (২৬)লেমশিখালী ইউনিয়নের এহক পাড়ার মোঃ ইসমাইলের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উত্তর ধূরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি জানান, শুক্রবার সাড়ে ১০ টায় ট্রলারটি সাগর থেকে মাছ ধরা শেষে কূলে ফিরে আসে এবং সাগর পাড় হতে একটু দূরত্বে ট্রলার নোঙ্গর করে। মাঝি মোঃ এরফান পান-সিগারেট খাওয়ার জন্য সাঁতরে সাগর থেকে কূলে আসার চেষ্টা করলে, এ সময় সাগরে তলিয়ে যায়। পরে, দশ ঘন্টা পর আজ শনিবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হবে বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।