মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, সীতাকুন্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হকের সহধর্মিণী সাবেরা বেগম আর নেই। রোববার ১ অক্টোবর রাত পৌনে ৮ টার দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের নিকটাত্মীয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ফারহান উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সাবেরা বেগম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল। গত ২৩ সেপ্টেম্বর তাঁকে ভারত থেকে দেশে এনে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রত্নগর্ভা সাবেরা বেগম নিজেই একজন আলিম পাশ দ্বীনদার মহিলা ছিলেন। তাঁর ৪ পুত্র ও ৪ কন্যা সন্তানের মধ্যে সবাই আলেম ও উচ্চ শিক্ষিত। চার পুত্রের সকলেই পবিত্র কোরআনের হাফেজ।
কক্সবাজার শহরের গোদারপাড়ার আদি বাসিন্দা, মহীয়সী নারী সাবেরা বেগম বর্তমানে কক্সবাজার পৌরসভার উত্তর সিকদার পাড়ায় (পশ্চিম এস.এম পাড়া) বসবাস করতেন। মরহুমা সাবেরা বেগম মরহুম মাওলানা আবদুস সালামের কন্যা এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষক মরহুম আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান এর পুত্রবধু।
সোমবার ২ অক্টোবর জোহরের নামাজের পর কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে রত্নগর্ভা সাবেরা বেগম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে আল্লামা মাহমুদুল হকের বড় ভাই মাস্টার মোহাম্মদ (ইসলাম) জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।